এইমাত্র পাওয়া খবর :

এখন থেকে মোবাইলে সেবা দেবে ডিএমপি

Search Engine Optimization


ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন এখন থেকে মোবাইল ফোনে ডিএমপি সেবা প্রদান করবে। তিনি বলেন, ‘আপনি আপনার যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুত ডিএমপির হেলপলাইনে ফোন এবং ই-মেইল করতে পারবেন।  পেয়ে যাবেন ডিএমপির যেকোনো থানার ওসি এবং থানার কর্তব্যরত ডিউটি অফিসারের ফোন নম্বর।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। এসম তিনি বলেন, ডিএমপির যে কোনো থানার ঠিকানা এবং ঢাকার যে কোনো স্থান থেকে সেই থানায় যাওয়ার পথ নির্দেশিকা দেখতে পারবেন গুগল ম্যাপে।

তিনি আরো বলেন, জরুরি প্রয়োজনে আপনার পরিবার কিংবা আত্মীয়-স্বজন অথবা পরিচিতদের জন্য রক্তের প্রয়োজন হলে এখন থেকে চিন্তিত হতে হবে না। মোবাইল ফোনেই ডিএমপি ব্লাড ব্যাংকের সেবা আপনি দ্রুত পাবেন। ডিএমপির ট্রাফিক এবং নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা একইভাবে পাবেন। তা ছাড়া ডিএমপির অপরাপর যেসব সেবা রয়েছে তার সবই আপনি মোবাইল ফোনে পেয়ে যাবেন। আর সব ধরনের সেবার সুবিধা পাবেন নতুন এই অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনটির মাধ্যমে। এই সেবার মাধ্যমে ঢাকার নাগরিকদের সাথে যে মেলবন্ধন রয়েছে, তা আরো সুদৃঢ় হবে।



আগামীকাল বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Search Engine Optimization
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছেন  বুধবার। ৩য় বারের মত প্রধানমন্ত্রী হয়ে এটা তাঁর গোপালগঞ্জে প্রথম সফর। তাঁর এই এক দিনের সফরে নব-গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্হিত থাকবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া পৌঁছে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তাকে ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ডঅব অর্নার প্রদান করা হবে। এসময় নব-গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্হিত থাকবেন বলে জানা  গেছে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তাঁর নিজ পৈত্রিক বাসভবন টুঙ্গিপাড়ায় অবস্হান করবেন।  মধ্যাহ্ন ভোজের বিরতি ও নামাজ শেষে বিকাল ৪ টার সময় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেবার কথা রয়েছে।

জেলা প্রশাসককে পাঠানো  প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় প্রধানমন্ত্রীর সফরসূচি জানানো হয় । জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। জেলার প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। পুলিশ, র‌্যাব, সাদাপোষাকের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্হার লোকজন নিরাপত্তায় নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছে ।



এরশাদের ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

Search Engine Optimization

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত নির্বাচিত করে বিশেষ মর্যাদা দেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে চিঠিটি পৌঁছে।

চিঠিতে তার দলের নেতাদের মন্ত্রিসভা স্থান দেয়া এবং দলকে বিরোধী দলের মর্যাদায় সংসদের বিশেষ মর্যাদার সুযোগ করে দেয়ার জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।



আজ পবিত্র মিলাদুন্নবী

Search Engine Optimization

আজ মঙ্গলবার ১২ রবিউল আউয়াল। বিশ্বমানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন্নাবিয়ীন তাজদারে মদীনা জগতকুল শিরোমনি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত।

আজ থেকে ১৪শ’ ৪৪ বছর পূর্বে ৫৭০ খৃস্টাব্দে এ দিনে সুবহে সাদেকের সময় মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি বাবাকে হারান এবং জন্মের অল্পকাল পরই বঞ্চিত হন মাতৃস্নেহ থেকে। অনেক দুঃখ, কষ্ট ও প্রতিকুলতার মধ্যদিয়ে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হয়ে উঠেন। চল্লিশ বছর বয়সে উপনীত হওয়ার পর তিনি মহান রাববুল আলামীনের পক্ষ থেকে নবুওয়তের মহান দায়িত্ব লাভ করেন।
অসভ্য বর্বর ও পথহারা জাতিকে সত্যের সংবাদ দিতে তিনি তাদের কাছে তুলে ধরেন মহান রাববুল আলামীনের তাওহীদের বাণী। কিন্তু অসভ্য-মূর্খ জাতি তাঁর দাওয়াত গ্রহণ না করে রাসূলের (সাঃ) উপর নির্যাতন শুরু করে। সবাই ঐক্যবদ্ধ হয়ে একের পর এক বিভিন্নমুখী চক্রান্ত ও ষড়যন্ত্র করতে থাকে।

আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবনবাজি রেখে সংগ্রাম চালিয়ে যান তিনি। ধীরে ধীরে সত্যান্বেষী মানুষ তাঁর সাথী হতে থাকে। অন্যদিকে কাফেরদের ষড়যন্ত্রও প্রবল আকার ধারণ করে। এমনকি এক পর্যায়ে তারা রাসূলকে (সাঃ) হত্যার পরিকল্পনা গ্রহণ করে। রাসূল (সাঃ) আল্লাহর নির্দেশে জন্মভূমি ত্যাগ করে মদীনায় হিজরত করেন। মদীনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহর আইন বাস্তবায়ন করেন এবং মদীনা সনদ নামে একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন। মদীনা সনদ বিশ্বের প্রথম লিখিত সংবিধান নামে খ্যাত। এ সংবিধানে ইহুদী, খৃস্টান, মুসলমানসহ সকলের অধিকার স্বীকৃত হয় যথার্থভাবে।

এদিকে মক্কার কাফেরদের ষড়যন্ত্রের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লেবাসধারী মুনাফিকচক্র। এরা ইসলামের চরম ক্ষতি সাধনে লিপ্ত হয় মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে। মুহাম্মদ (সাঃ)-এর নেতৃত্বে ওহুদ যুদ্ধে এক হাজার মুসলিম সৈন্য রওয়ানা করলে পথে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বের ৩শ’ জন সরে পড়ে এবং ওহুদ যুদ্ধে বিপর্যয় ঘটানোর অপচেষ্টা চালায়। এ যুদ্ধে মুসলমানরা বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয় একটি ভুলের কারণে। এতে অনেক সাহাবি শহীদ হন। স্বয়ং রাসূল (সাঃ)-এর দন্ত মোবারক শহীদ হয়। ২৩ বছর শ্রম সাধনায় অবশেষে রাসূলে পাক (সাঃ) দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে বিজয় অর্জন করেন। মক্কা বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। অতঃপর বিদায় হজ্বের ভাষণে তিনি আল্লাহর বাণী শুনিয়েছেন মানবজাতিকে। আজ থেকে তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেয়া হলো। তোমাদের জন্য দ্বীন তথা জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করা হয়েছে।

রাসূলের (সাঃ) রেখে যাওয়া সেই শান্তি প্রতিষ্ঠার আদর্শ থেকে মুসলমানরা বিমুখ হওয়ায় বর্তমান বিশ্বে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ইসলাম বিরোধীদের হাতে আজ বিশ্বের সর্বত্র লাখো লাখো মুসলমান নিহত হচ্ছে। অন্যায়, অবিচার আর বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। তাই অশান্ত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ (সাঃ)-এর মহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। বর্তমানে যারা রাসূলের (সাঃ) রেখে যাওয়া আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছেন তাদের পথ কুসুমাস্তীর্ণ নয়। কাফের ও ইসলামের লেবাসধারী মুনাফিকদের ষড়যন্ত্র এখনও চলছে। কাফেরদের পাশাপাশি ধর্মের লেবাসধারীরাও ইসলামকে কলঙ্কিত করতে চায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। রাসূল (সাঃ)-এর সীরাতের উপর আলোচনা, সিম্পোজিয়াম, সেমিনার ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র ও প্রকাশ করেছে। আজ সংবাদপত্রসমূহে ছুটি পালিত হবে। তাই আগামীকাল বুধবার দৈনিক পত্রিকাসমূহ প্রকাশিত হবে না।

রাষ্ট্রপতির বাণী
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার বাণীতে বলেন, হযরত মুহাম্মদ (স.)-এর শিক্ষা ধর্মীয় ও পার্থিব জীবনে সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআন তাঁর নিকট অবতীর্ণ করে জগতে তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেন। নিজ যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন দুঃখ কষ্টের বিনিময়ে তিনি এ মহান দায়িত্ব পালনে সফল হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস মহানবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য অফুরন্ত কল্যাণ ও সফলতা রয়েছে। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সাঃ)-এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক  উজ্জল অনুসরণীয় আদর্শ। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দু:খী মানুষের সেবা, একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমত সহিষ্ণুতা, দয়া ও ক্ষমাগুণ, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিষিক্ত।

কর্মসূচি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশন মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিলসহ পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও বায়তুল মোকাররম উত্তর চত্বরে চলছে ইসলামিক বই মেলা।



জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Search Engine Optimization

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার আজ বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সরকার গঠন ও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর এটি স্মৃতিসৌধে তার প্রথম শ্রদ্ধা নিবেদন।




সাতক্ষীরায় শিবির কর্মী নিহত

Search Engine Optimization
সাতক্ষীরায় যৌথবাহিনীর গুলিতে আনারুল ইসলাম (২৮) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। আজ সকাল ৯টায় দেবহাটা থানার নাংলা গ্রামে অভিযান চালিয়ে তাকে ধরে আনা হয়। পরে সাড়ে ৯টার দিকে ঘোনাপাড়া এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। এলাকাবাসির অভিযোগ, তাকে ধরে এনে গুলি করে হত্যা করা হয়েছে।

 অপরদিকে দেবহাটা থানার ওসি তারফ সরকার জানান, নাশকাতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে জামায়াত-শিবির যৌথ বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে গ্রেপ্তার জামায়াত কর্মীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি রামদা, দুইটি বোমা ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।


সুচিত্রার খোঁজ নিতে শেখ হাসিনা ফোন

Search Engine Optimization


অসুস্থ মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মেয়ে মুনমুন সেনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মহানায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন। ভারতের জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি কথা জানিয়েছে চিকিৎসকরা। রোববার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কত, তা দেখতে সোমবার সুচিত্রার ব্লাড গ্যাস পরীক্ষা করা হয়। রিপোর্ট দেখেই কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহের যন্ত্রাদি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা।

এদিকে ডাক্তাররা জানিয়েছেন, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা পরে কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি। তার রক্তে অক্সিজেনের মাত্রা ভালো ছিল। এছাড়া স্বাভাবিক ছিল হৃদস্পন্দন ও রক্তচাপ। বুকের এক্স-রে ফলাফলও ইতিবাচক শারীরিক অবস্থার ইঙ্গিতই দিলেও হঠাৎ-ই অবস্থার অবনতি ঘটে। মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে ‘সুচিত্রা সেন’ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও।

এদিকে বাংলাদেশ সরকারের উদ্যোগে বুধবার থেকে সুচিত্রা সেনের একাধিক ছবি নিয়ে চলচ্চিত্র উৎসব শুরু হয়। বাংলাদেশের অগণিত ভক্ত এই উৎসবের মাধ্যমে মহানায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়াও অগণিত ভক্ত সুচিত্রা সেনের জন্মস্থান পাবনায় ভিড় জমাচ্ছেন। বাংলাদেশে থাকা সেন পরিবারের অন্যান্য সদস্যরাও মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।



আপনার কম্পিউটার Slow কি করবেন

আমরা  কম্পিউটার এ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি, আর কাজ করতে গিয়ে নানা সমস্সায় পড়তে হয়  ।  সমাধান করতে গিয়ে বিপাকেও পড়তে হয়, কখনো অপারেটিং সিস্টেম এর সমসসা, কখনো ডিভাইস এর সমসসা, কখনো অনেক অদ্ভুত সমসসা  ।  নানা সমসার সমাধান দিতে  আমি এ টিউন নিয়ে হাজির হয়েছি  ।  আশা করি আপনাদের ভালো লাগবে।  প্রথমেই আমি কম্পিউটার স্লো হয়ে গেলে দ্রুত করার কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব  ।  এতে কাজের গতি বৃদ্ধি পাবে, অহেতুক ঝামেলা নিয়ে অতিরিক্ত  টেনসন করতে হবে না  ।   আমরা অনেকে এক্সপি, ২০০০, সেভেন  কিংবা  এইট  ইউস করি,  আবার কিছু অফিস আদালতে এখনো ৯৮ ইউস করতে দেখা যায়  ।  আমরা কতটুকু ডিজিটাল হতে পেরেছি এটা দেখে মনে প্রশ্ন জেগে যায় ।  যাইহোক, যা বলছিলাম, সকল অপারেটিং সিস্টেমে সমসার টাইটেল একই হলেও সমাধানের প্রকার একটু ভিন্ন  ।  তবুও সমাধান এর পদ্ধতি খুব কাছাকাছি, আমরা ধারাবাহিকভাবে এ বিষয়ে আলোচনা করব । আসুন দেখে নেই স্পীড বাড়ানোর জন্য কোন কোন ফর্মুলা এপ্লাই করা যেতে পারে । 

প্রথমে মাই কম্পিউটার  এর প্রপার্টিস এ যান

Search Engine Optimization
তারপর  এডভান্স অপশন সিলেক্ট  করুন  ।

Search Engine Optimization

পারফরমেনস অপশনস এর থার্ড অপশন এডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ok  করি ।

Search Engine Optimization

তারপর ডেস্কটপ এ  right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন   ।
কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন  । এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট  অফ হয়ে যাবে, রেম এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন  ।  ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন : প্রথমে মাই কম্পিউটার  এর প্রপার্টিস গিয়ে  এডভান্স অপশন সিলেক্ট  করুন, পারফরমেন্স অপশন এর  সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুন ।



 
Auto Scroll Stop Scroll